Earth Quake North Bengal-Sikkim

শুক্রবার গভীর রাতে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উৎসস্থল ছিল পশ্চিম সিকিম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ১০ কিলোমিটার এলাকা জুড়ে কম্পনের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। সিকিম-সহ উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের ফলে পশ্চিম সিকিমের বেশ কিছু রাস্তা ধস নেমে বন্ধ হয়ে যায়। শনিবার সকাল থেকে সব রাস্তার ধস সরানোর কাজ শুরু হয়েছে বলে পশ্চিম সিকিমের জেলা শাসকের দফতর সূত্রে জানানো হয়েছে। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলেই জানা গিয়েছে।

Advertisements