(North Bengal Earth Quake on 29/03/2012, Wednes Day)

আজ সকাল ৫:০৯ মিনিট নাগাদ গত উত্তরবঙ্গ সহ উত্তর দিনাজপুরে  ভূমিকম্প অনুভূত হয়. ভারত-নেপাল সীমান্তবর্তী স্থানে এর উত্সস্থল বলে জানা যাচ্ছে. রিখটার স্কেলে ৪.৯ অঙ্কের এই ভূমিকম্প সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে. অনেকেই এই ঘন ঘন ভূকম্পন ভালো চোখে দেখছেন না. আজ ভোর বেলায় এই ভূমিকম্পের জন্য অনেকেই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন, সেই সাথে বাড়িতে বাড়িতে শাঁখের ধ্বনিও শোনা যায়. আজ আবার আরো একবার উস্কে দিয়ে গেল ২০১২ সালে পৃথিবী ধ্বংশ হয়ে যাবার বিতর্ককে.

Advertisements