Raiganj, 28/01/2012

গ্যাস কাটার দিয়ে ব্যাঙ্কের ভল্ট কেটে প্রায় ২ লক্ষ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরঙ্গপুর শাখায়। দুষ্কৃতীরা ব্যাঙ্কের নিচতলায় সিড়ির লোহার গেটের তালা ভেঙে ওপরে ওঠে। এর পরে ব্যাঙ্কের দোতলার আরেকটি দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে। ভল্ট কেটে ১ লক্ষ ৮৮ হাজার ৬৩৪ টাকা চুরি করে পালায় দলটি। বুধবার সকালে ব্যাঙ্কের এক কর্মী ব্যাঙ্ক খুলতে গিয়ে বিষয়টি টের পান। খবর দেওয়া হয় পুলিশকেও। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই শাখায় নৈশপ্রহরী নেই। ব্যাঙ্কে ‘সাইরেন সিস্টেমে’র পরিকাঠামো নেই। লাগোয়া এলাকায় কোনও জনবসতি না থাকায় বিষয়টি কেউ টের পাননি। ব্যাঙ্কের ওই শাখার ম্যানেডার বিজন বণিক পুলিশকে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার নৈশপ্রহরী নিয়োগের কথা বলা হয়েছিল। সাইরেন সিস্টেম অটোমেটিক নয়। জেলা পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”

Advertisements